n/a

ছবিঃ ত্বকের উজ্জ্বলতার জন্য রাতে ব্যবহার উপযোগী চারটি ফেসপ্যাক.

2022-10-25 14:45:22

ত্বকের উজ্জ্বলতার জন্য রাতে ব্যবহার উপযোগী চারটি ফেসপ্যাক

যারা সারাদিন বাইরে কাজ করেন, তাদের ত্বকে ময়লা, ধুলা-বালি ইত্যাদি জমা হয়। রাতে বাড়ি ফেরার পর সারাদিনের জমে থাকা ময়লা এবং ব্যবহৃত মেকআপ ভালো করে ত্বক থেকে উঠিয়ে দেয়া খুব জরুরি। মূলত এই কারণেই রাতে রূপচর্চার প্রয়োজন। আমাদের ত্বকের জন্য রাতের রূপচর্চা খুবই কার্যকর। ত্বককে ঝলমলে দেখানোর জন্য আমরা কত কী-ই না করি, নানা ধরনের স্কিনকেয়ার প্রোডাক্ট, মেকআপ পর্যন্ত সবকিছু ট্রাই করি। কিন্তু যদি আমাদের ত্বক ভিতর থেকে সুস্থ না থাকে, তাহলে যাই করি না কেন, সেই গ্লো-টা ঠিক আসে না। বাজারে নানা ফেসপ্যাক তো আছেই, কিন্তু অনেকসময়ই সেগুলির মধ্যে এমন কিছু উপকরণ থাকে, যা হয়তো আমাদের ত্বকে অ্যালার্জি বা র‍্যাশ সৃষ্টি করতে পারে।

রাতের ফেসপ্যাক অনেকটা নাইট ক্রিমের মতো কাজ করে। এটি ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর পাশাপাশি সুস্থ ত্বক পেতে সাহায্য করে।


ত্বকের উজ্জ্বলতা বাড়াতে রাতের চারটি ফেসপ্যাকের কথা জানিয়েছে নারী শিশু ও সংসার বিষয়ক ওয়েবসাইট Romoni24



১. লেবু ও দুধের সরের ফেসপ্যাক :

এক চা চামচ দুধের সর ও সামান্য পরিমাণ লেবুর রস একত্রে মিশিয়ে নিন। এটি সারা রাত মুখে লাগিয়ে রাখুন। সকালে ঠান্ডা পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। দুধের সর ত্বককে ময়েশ্চরাইজ করে এবং লেবুর রস ত্বক উজ্জ্বল করতে সাহায্য করে।

২. আপেল ও ক্রিমের ফেসপ্যাক :

একটি আপেলের খোসা ছাড়িয়ে ব্লেন্ড করে নিন। একটি পাত্রে আধা কাপ ক্রিমের সঙ্গে আপেল পেস্ট মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এই প্যাক মুখে ও ঘাড়ে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর কুসুম গরম পানি দিয়ে মুখ ধুয়ে ফেলুন। এই প্যাক ত্বকের ময়লা ও মৃত কোষ দূর করে ত্বক নরম করতে সাহায্য করবে।

৩. বেসনের ফেসপ্যাক :

এক টেবিল চামচ বেসন, এক টেবিল চামচ হলুদ গুঁড়া ও এক টেবিল চামচ কাঁচা দুধ একত্রে মিশিয়ে প্যাক তৈরি করুন। ১৫ মিনিট মুখে লাগিয়ে ধুয়ে ফেলুন। বেসন ত্বকের কালো দাগ দূর করে এবং হলুদ ত্বকের উজ্জ্বলতা বাড়ায়। এই প্যাক ব্রণ দূর করতে বেশ কার্যকর।


৪. টমেটো ও মধুর প্যাক :

এক চা চামচ (Tea Spoon) টমেটোর (Tomato) রস ও এক চা চামচ মধু মিশিয়ে প্যাক বানিয়ে নিন। এই প্যাক সারা রাত মুখে লাগিয়ে রেখে সকালে মুখ ধুয়ে ফেলুন।


আরও জানুন