n/a

ছবিঃ চুলের যত্নে মেথির ব্যবহার – চুল পরার সহজ সমাধান.

2022-11-24 02:33:59

চুলের যত্নে মেথির ব্যবহার – চুল পরার সহজ সমাধান

মেথি শুধু চুল ঘন কালো ও উজ্জ্বলই করে না, মেথি চুল পড়া নিয়ন্ত্রণ করে ও চুল পড়া বন্ধ করে। সারা রাত এক চামচ মেথি গ্লাসে ভিজিয়ে রাখলে রেখে খালি পেটে ৩ মাস পর্যন্ত খেয়ে দেখুন চুল পড়ার সমস্যা আর থাকবে না। চুলের যত্নে মেথির ব্যবহার সম্পর্কে কমবেশি আমরা সবাই জানি । মেথি বীজে রয়েছে একাদিক উপকারী উপাদান যা শরীরের রোগ প্রতিরোধ করতে সহযোগিতা করে। মেথি রোগজীবাণু ধ্বংস করে, কৃমি, রক্তের চিনির মাত্রা, রক্তে ক্ষতিকর কোলেস্টেরল বা চর্বির মাত্রা কমায়। বার্ধক্যকে দূরে ঠেলে দিয়ে তারুণ্য ধরে রাখে মেথি।


নারী-পুরুষ সবারই কমবেশি চুল পড়ার সমস্যা রয়েছে।অনেক কিছু করেও চুল পড়ার সমস্যার সমাধান করতে পারছে না। তারা খেয়ে দেখতে পারেন মেথি।মেথি আপনার চুল পড়া কমাবে। তবে মেথি খাওয়া ও ব্যবহারের কিছু নিয়ম রয়েছে। চুলপড়া একটি প্রচলিত সমস্যা। তবে চুল গজানোর জন্য সাধারণ ও কিছু  সহজ উপায় রয়েছে। আর সেই উপায়টি হলো মেথির ব্যবহার।


মেথি বেশ পরিচিত একটি নাম। এটি অনেক গুণান্বিত একটি খাবার। আচার মেথি ছাড়া হয় না। এই মেথি চুলের ক্ষেত্রে বেশ ভালো কাজ করে।


মেথি সারা রাত ভিজিয়ে রাখলে ফুলে ব্ড় হয়ে যায়। সকালবেলা মেথি পেস্ট করে, সেই পেস্টটি চুল গজানোর জন্য ব্যবহার করতে পারি। চলুন জেনে নেই,চুলের যত্নে মেথির ব্যবহার সম্পর্কে ।


মেথির পেস্ট তৈরির উপায়ঃ

প্রথমে এক কাপ মেথি নিবো। এই এক কাপ মেথি পানিতে ভিজিয়ে সারা রাত রেখে দিব। সারা রাত রেখে দিলে মেথি ফুলে ওঠবে। এই মেথি ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করে পেস্ট করে নিতে হবে। এ পেস্টটি মাথার স্ক্যাল্পে লাগাতে হবে। এ ক্ষেত্রে ব্রাশ বা হাত দিয়ে মেথি পেস্ট চুলে লাগাতে পারেন। এটি আপনি চাইলে প্রতিদিনও ব্যবহার করতে পারেন। চাইলে একদিন পর পরও ব্যবহার করতে পারেন। ভালো ফল পেতে দুই মাস টানা এই পেস্ট ব্যব্হার করতে হবে।


মেথি বেটে সপ্তাহে একদিন চুলে লাগাতে পারেন। কিছু সময় রেখে পানি দিয়ে ধুয়ে ফেলুন। এছাড়া মেহেদির সঙ্গে মিলিয়ে মেথি চুলে লাগাতে পারেন।


মেথি জবা ফুলের পেস্ট 

৬টি জবা ফুল, এক টেবিল চামচ মেথি গুঁড়া পেস্ট করে নিয়ে এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলতে হবে। এতে চুলে ময়েশচারাইজার বজায় থাকবে। 

মেথি আমলকির পেস্ট 

এক কাপ আমলকি, এক কাপ মেথি সারারাত ভিজিয়ে রেখে পেস্ট তৈরি করে নিয়ে চুলে এক ঘণ্টা রেখে ধুয়ে ফেলতে হবে। এতে করে চুলের ঔজ্জ্বল্যতা বৃদ্ধি পাবে।রাতে এক গ্লাস পানির মধ্যে মেথি ভিজিয়ে রাখুন।সকাল মেথির পানি খালি পেটে পান করুন। এভাবে তিন মাস খেয়ে দেখুন চুল পড়া বন্ধ হয়ে যাবে।


আরও জানুন-