n/a

ছবিঃ রূপচর্চায় লেবুর ব্যবহার.

2023-08-11 06:18:57

রূপচর্চায় লেবুর ব্যবহার

করোনা আতঙ্কের পরে আমাদের নিত্যদিনের খাবারে লেবু  যোগ  হয়ে গিয়েছে। কারণ লেবুর মধ্যে থাকা ভিটমিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ফলে শরীর ভিতর থেকে চাঙ্গা রাখতে হলে লেবু আপনার নিত্যদিনের সঙ্গী। সকলের কাছে সুগন্ধি ফল হিসেবেই লেবুর খুবই পরিচিতি। শুধুমাত্র  খাবারের সঙ্গেই নয় হাতের নখের মধ্যে সব্জির কষ বা পেঁয়াজের কষের কালো দাগ তুলতে লেবু ব্যবহার করা হয় । তাছাড়া হাত-পা, মুখ ও চুলের যত্নে লেবুর রস ব্যবহার করা যেতে পারে। ত্বকের যত্নেও লেবুর রয়েছে বিশেষ ভূমিকা। ত্বক পরিষ্কার রাখতে লেবুর খুবই কার্যকর।


কিন্তু এই লেবুরই বেশ কিছু বিউটি বেনিফিটও রয়েছে যা চমকে দেওয়ার মতো। আপনার নিত্যদিনের রূপচর্চায় লেবুর ব্যবহার অনায়াসে জায়গা করে নিতে পারে। রূপচর্চায় লেবুর ব্যবহার কিভাবে করবে তা নিয়েই আজ আলোচনা করব ।


লেবুর ব্যবহার ঃ

  • ডিমের সাদা অংশের সাথে অর্ধেক লেবুর রস ও এক টেবিল চামচ কমলা লেবুর রস হাল্কা গরম পানিতে মিশিয়ে ত্বকে লাগাতে হবে । ১৫  মিনিট রেখে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলতে হবে । এটি ত্বকের তৈলাক্ত ভাব কম করে এবং পাশপাশি ত্বকের উজ্জ্বলতা বাড়াতে সাহায্য করে ।
  • হাত ও পায়ের রুক্ষভাব দূর করতে লেবুর রসের সাথে একই পরিমাণ চালের গুঁড়ো মিশিয়ে ভাল ভাবে  হাতে পায়ে লাগিয়ে নিতে হবে । এতে ত্বক আগের চেয়ে অনেক বেশী কোমল ও উজ্জ্বল হবে।
  • কনুই বা হাঁটুর কালো ভাব দূর করতে প্রতিদিন গোসলের আগে লেবু দিয়ে ঘষে নিতে হবে। এতে প্রাকৃতিক স্ক্রাবারের যেমন কাজ হবে, তেমনই দূর হবে ত্বকের ব্যাকটেরিয়া।
  • লেবুর রসের সাথে টিট্রি অয়েল মিশিয়ে টোনার তৈরি করতে হবে । মুখ পরিষ্কার করে তুলো দিয়ে এই টোনার মুখে লাগাতে হবে ।
  • বেকিং সোডার সাথে লেবুর রস মিশিয়ে নিতে হবে । সেই মিশ্রণ ব্রাশে নিয়ে দাঁত মেজে নিতে হবে । দাঁত পরিষ্কার হবে, মুখে দুর্গন্ধও হবে না।
  • লেবুর রসের সাথে ব্রাউন সুগার মিশিয়ে ঠোঁটে স্ক্রাব করতে হবে । এই মিশ্রণটি ঠোঁটের ধীরে ধীরে মরা কোষ উঠে যাবে এবং গোলাপি ভাব আসবে ।
  • ব্রণ দূর করতে লেবুর রস বেশ উপকারী। লেবুর রসের সঙ্গে হালকা মধু মিশিয়ে তুলা দিয়ে ব্রণের ওপর প্রলেপ দিয়ে রাখুন। দেখবেন ব্রণ থেকে মুক্তি মিলবে।
  • ত্বক পরিষ্কার করতে লেবুর রস অনেক উপকারী জিনিস । লেবুর রসের সঙ্গে কাঁচাহলুদ বাটা, মধু, কাঁচাদুধ,  মিশিয়ে নিয়মিত মুখে দিলে ত্বক পরিষ্কার করতে  পারেন। লেবুর সব ত্বকের তেল তেলে ভাব দূর করে মুখের উজ্জ্বল ফিরিয়ে আনতে সাহায্য করে।
  • রান্নার সময় মহিলাদের  হাতের নখে পেঁয়াজ, রসুন, আদা ও বিভিন্ন ধরনের সবজির রস ঢুকে কালো হয়ে যায়। নখ পরিষ্কার লেবুর রস ব্যবহার করতে পারেন। এক টুকরো লেবু কেটে হাতের নখে ঘষলে দেখবেন যে খুব তাড়াতাড়ি নখের ময়লা পরিষ্কার করে কাল দাগ উঠে যাবে।
  • হঠাত্‍ করে শরিরের ওজন কমলে অথবা বাড়লে ত্বকে স্ট্রেচ মার্ক পড়ে যায় । প্রায় বেশির ভাগ ক্ষেত্রে  প্রেগন্যান্সির পরেও এমন দাগ দেখা যায়। লেবুর রস, কফি, চিনি, আমন্ড তেল ও মধু মিশিয়ে নিয়মিত মালিশ করতে থাকুন । ধীরে ধীরে আপনার স্ট্রেচ মার্ক হালকা হয়ে যাবে ।

আরও জানুন