n/a

ছবিঃ ঘরের সৌন্দর্য বাড়াতে বিছানার চাদর.

2023-10-08 13:54:09

ঘরের সৌন্দর্য বাড়াতে বিছানার চাদর

ঘরকে নান্দনিক করে সাজিয়ে তুলতে বিছানার চাদরের প্রতি আলাদা খেয়াল রাখা জরুরী। বিশেষ করে ঘরের মাপ অনুযায়ী বিছানার চাদর অথবা বেডসিট ব্যবহার করা উচিত।

অনেকেরই প্রিয় একটি শখ ঘর সাজানো।অনেকেই নিজের মনের মত করে ঘর সাজাতে পছন্দ করেন ৷ নিজের ঘরকে সুন্দর করে সাজাতে কে না চায়। আর ঘর সুন্দর থাকলে সহজেই কাজে মন বসে।

আপনি কি জানেন ? বিছানার চাদরটিও আপনার রুচিকে তুলে ধরে। সারা দিনের ক্লান্তির পর আয়েশ করে সবাই ঘুমাতে বিছানায় যান ।তাই বিছানার চাদর হওয়া চাই আরামদায়ক ও সুন্দর।তাই ঘরকে আরো সুন্দর করতে বিছানার চাদরে পরিবর্তন আনুন। তবে ঘরের আকার-আয়তন বুঝে চাদর নির্বাচন করুন।

আবার বিছানার চাদর, বালিশের কভার ঢেকে রাখার জন্য আছে বেডকভার। সেটাও হতে হবে সুন্দর।

আপনার ঘর যদি দেখতে বড় হয় তবে হালকা রঙের চাদর ব্যবহার করতে পারেন।হালকা রঙে  ঘরের পরিবেশ অনেক শীতল লাগবে। আর ঘর যদি আয়তনে ছোট হয় তাহলে আড়াআড়ি বা লম্বা রঙের চাদর ব্যবহার করতে পারেন।

বিছানার চাদর নির্বাচনে ঘরের প্রশস্ততার দিকে খেয়াল করুন। ঘর যদি বেশি প্রশস্তের হয় তবে রঙিন চাদর নির্বাচন করতে পারেন। এছাড়াও বিভিন্ন নকশা বা বিভিন্ন ছাপার চাদরে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পাবে।

তবে আপনার ঘরে যদি আসবাবপত্র তুলনামূলক ভাবে বেশি থাকে তবে ঘরের জায়গা কমে যাবে। এক্ষেত্রে চাদর নির্বাচনে সতর্ক থাকুন। কারণ ঘরের সঙ্গে চাদর মানানসই না হলে দেখতে খুব বাজে লাগবে৷ এসময় হালকা রঙ বা একরঙা চাদর ব্যবহারে ঘর দেখতে সুন্দর লাগবে৷ তাই ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে বিছানার চাদরে পরিবর্তন আনুন।এতে ঘরের নান্দনিকতা বৃদ্ধি পাবে।

চলুন জেনে নেই ঘরের মাপ অনুযায়ী কিভাবে বিছানার চাদর বাছাই করা উচিত।

ছোট ঘরের জন্য-চাদর বাছাই

শোবার ঘর যদি ছোট আকারের হয় তবে চাদর বাছাই করতে হবে হালকা রঙের। ছোট ঘরের জন্য এমন চাদরই বেশি মানানসই। হালকা রঙের চাদর ব্যবহার করলে আপনার ছোট্ট ঘরটিকেও বেশ প্রশস্ত মনে হবে। বেশি আসবাবপত্র থাকলে শোবার ঘরের চাদর হিসেবে ব্যবহার করতে পারেন আড়াআড়ি বা লম্বালম্বি রেখাসমৃদ্ধ নকশার চাদর। এ ধরনের হালকা ধাঁচের নকশায় আপনার রুচি ফুটে উঠবে।

প্রশস্ত ঘরের জন্য -চাদর বাছাই

প্রশস্ত ঘর হলে বিছানার চাদরের ক্ষেত্রে ভিন্নতা আনতে হবে। এক্ষেত্রে রঙিন চাদর বেশি মানানসই। ঘরের আয়তন প্রশস্ত হওয়ায় উজ্জ্বল রঙ, ছোট বড় নকশার  চাদর ব্যবহার করা যেতে পারে । ঘরের পরিবেশকে আরও বেশি সুন্দর করে তুলতে ব্যবহার করতে পারেন বড় নকশার রঙিন চাদর ।

বেশি বড় ঘরের জন্য -চাদর বাছাই

আপনার শোবার ঘর যদি একটু বেশিই বড় হয়ে থাকে, সেক্ষেত্রে কিছু বিষয় মাথায় রাখতে হবে। ঘরে বেশি আসবাবপত্র রাখলে ঘরকে অনেকটাই ছোট দেখায় । এক্ষেত্রে বড় নকশার চাদর রাখলে ঘরের পরিবেশ অনেক বেশি সুন্দর হয়ে ওঠে। নয়তো ঘর অনেক বেশি বড় হওয়ায় অগোছালো দেখা যায় ।