n/a

ছবিঃ ডিহাইড্রেশন এড়াতে খান লেবুরকাজি .

2024-08-15 01:14:12

ডিহাইড্রেশন এড়াতে খান লেবুরকাজি

বর্তমানে জলবায়ু পরিবর্তনের কারনে দিন দিন গরম বেড়েই চলেছে । এতে করে দুপুরের প্রকট তাপে আমদের শরীরে পানি শূন্যতা এবং ডিহাইড্রেশন দেখা দিচ্ছে ।  তাই এই গরমে ডিহাইড্রেশন এড়াতে প্রতিদিন দুপুরের খাবারে অবশ্যই লেবুরকাজি রাখুন।

লেবুরকাজির তৈরির  উপকরণ :  

  1. ঠাণ্ডা পানি -৫০০ মিলি
  2. টালা শুকনা মরিচ- ২ টি
  3. লেবু ( মাঝারি) -১ টি
  4. সরিষার তেল - ১ টেবিল চামচ
  5. রসুন কুঁচি -১ চা চামচ
  6. লবন- স্বাদমত

লেবুরকাজির প্রস্তুত প্রনালিঃ

প্রথমে লেবুটি কেটে ছোট ছোট টুকরো করে নিতে হবে । এবার একটি বাটিতে পানি ছাড়া সব উপকরণ শুকনা মরিচ, লেবু কুচি, রসুন কুঁচি, সরিষার তেল , লবন  একসাথে ভালভাবে মিশিয়ে নিতে হবে। এবার অল্প অল্প করে ঠাণ্ডা পানি যোগ করলেই তৈরি হয়ে যাবে এই গরমে স্বস্তিদায়ক লেবুরকাজি।