n/a

ছবিঃ ত্বকের উজ্জ্বলতায় মসুর ডালের ব্যবহার.

2022-10-23 01:52:34

ত্বকের উজ্জ্বলতায় মসুর ডালের ব্যবহার

মসুর ডালের এই সমস্ত উপাদান শুধু আমাদের শরীরের জন্য উপকারী নয়, সৌন্দর্য চর্চায় মসুর ডাল দিয়ে রূপচর্চা করা কতটা উপকারী তা আমাদের অনেকেরই জানা নেই। মসুর ডালের সাথে বিভিন্ন উপকরণ মিশিয়ে রূপচর্চা করা যায়।


রুপচর্চায় মসুর ডাল অতুলনীয়। বিভিন্ন উপকরণ মিশিয়ে মসুর ডাল দিয়ে রূপচর্চা  করা যায়। ত্বকের উজ্জ্বলতা বাড়াতে ও ত্বক সতেজ রাখতে সাহায্য করে মসুর ডাল। নিয়মিত মসুর ডালের প্যাক ব্যবহার করলে আপনার ত্বক হবে উজ্জ্বল, সতেজ ও মসৃণ।চলুন জেনে নেওয়া যাক রূপচর্চায় মসুর ডাল কোন কোন ভাবে ব্যবহার করা যায় ।


মসুর ডাল ও শশাঃ মসুর ডালের গুড়া এবং শশার রস একত্রে মিশিয়ে পেস্ট তৈরী করে মুখে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই ফেসপ্যাক টি নিয়মিত ব্যবহারে ত্বকের তৈলাক্ত ভাব দূর করে ত্বক কে মসৃণ করে তোলে।


মসুর ডাল ও মধুঃ এই ফেস প্যাকটি ত্বকের রুক্ষতা এবং শুষ্কতা দূর করতে সাহায্য করে। ১চামচ মসুর ডালের গুড়া এবং পরিমাণ মতো মধু একসাথে  মিশিয়ে মুখে লাগান। শুকিয়ে গেলে হালকা কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।


মসুর ডাল ও দুধঃ পরিমাণ মতো মসুর ডালের গুড়ার সাথে দুধ মিশিয়ে মুখে লাগিয়ে রাখুন। কিছুক্ষণ পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। এই প্যাক টি সপ্তাহে দুই থেকে তিন বার ব্যবহার করুন। এতে জমে থাকা ত্বকের ময়লা দূর করে ত্বক কে উজ্জ্বল এবং প্রানবন্ত করে তোলে।


মসুর ডাল ও টক দইঃ রুপচর্চাই এ দুটি উপাদান অত্যান্ত কার্যকারী। ১চা চামচ মসুর ডালের সাথে সমপরিমাণ দই মিশিয়ে নিন। এরপর মুখে লাগিয়ে রাখুন। টানটান হবার পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন। নিয়মিত চর্চায় আপনার ত্বকে তারুণ্য ফিরে আসবে।


পায়ের পাতা পরিস্কারঃ আপনি জানলে অবাক হবেন, মসুর ডাল দিয়ে রূপচর্চার পাশাপাশি  লেবুর রস বা লেবুর খোসার সাথে মসুর ডাল দিয়ে পায়ের পাতা পরিস্কার করা যায়। তবে এইটি প্রাচিন কাল থেকে ব্যবহার করছে যারা যানে। মসুর ডাল এর সাথে লেবুর রস মিশিয়ে লাগিয়ে কিছুক্ষণ পর ধুয়ে পেলুন।


মাথায় মসুর ডালের বাবহারঃ মাথায় যদি খুশকির পরিমান বেড়ে যায় তখন মাথায় চুকানি বেড়ে যায়। এটি থেকে রক্ষা পেতে মুসুরের ডাল ব্যবহার করতে পারেন। কয়েকদিন মুসুরের ডাল বেটে মাথায় লাগাইয়্যে ১০/১৫ মিনিট অপেক্ষা করে ধুয়ে পেলতে পারেন। এতে চুল্কানির পরিমান এর সাথে খুশকি ও দূর হবে।


আরো জানুনঃ