পরিবারের প্রতিটি সদস্যের স্বাস্থ্য ও সুরক্ষা অধিকতর নির্ভর করে তাদের নিয়মিত খাবারের উপর। স্বাস্থকর এবং পুষ্টিকর খাবার মানুষকে সবচেয়ে বেশি সুস্বাস্থ্য প্রদান করে। Romoni-24 এর এই আয়োজনে থাকছে স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ক অনেকগুলি কার্যকরি এবং সহজ টীপ্স। যা আপনার পরিবারকে নিয়মিত সুরক্ষা প্রদান করবে। আর আপনি থাকবেন সম্পূর্ন দুশ্চিন্তামুক্ত।