n/a

ছবিঃ ঘরকে সবুজ ও স্বাস্থ্যকর রাখতে ৫টি দারুন ইনডোর.

2023-08-11 06:13:05

ঘরকে সবুজ ও স্বাস্থ্যকর রাখতে ৫টি দারুন ইনডোর

আমাদের ঘরের বাতাসে বাইরের বাতাসের তুলনায় দশ গুন বেশি দুষিত পদার্থ থাকে। তাই শৌখিনতার পাশাপাশি স্বাস্থ্য ভালো রাখতে ইনডোর প্ল্যান্টের জুড়ি নেই । অনেকেই ফটো বা ভিডিও শ্যুট এর কাজ করেন – সেখানে ঘরের সৌন্দর্য পাল্টে দিতে পারে দুই থেকে চারটি ইনডোর প্ল্যান্ট

ঘরের কোনে সবুজের ছোঁয়া। যার সজীবতা মন ভালো করে দেয়। বাড়ির আঙিনায়, বারান্দায় এমনকি ছাদে ইনডোর প্লান্টের আইডিয়া বেশ পুরনো। আজকাল ঘরের ভিতরেও শোভা পাচ্ছে ছোট ছোট প্লান্ট। ঘরের সাজও হবে সজীবতাও অটুট থাকবে।

ঘর সাজাতে ইনডোর প্লান্টের চাহিদা ক্রমশই বাড়ছে। তবে সঠিক যত্নের অভাবে সেগুলো বেড়ে উঠতে পারছে না। ইনডোর প্লান্ট ভালো রাখার জন্য প্রয়োজন সঠিক পরিচর্যা। যেহেতু ইনডোর প্লান্ট ঘরের ভেতরে থাকে, তাই বাগানে বেড়ে ওঠা গাছের পরিচর্যার মধ্যে অনেক পার্থক্য আছে। সেগুলো জানা থাকলে আপনার ঘর বা ব্যালকনিই হয়ে উঠতে পারে এক টুকরো সবুজ আঙিনা।কথা না বাড়িয়ে আসুন জেনে নেই সেরা পাঁচটি ইনডোর প্ল্যান্ট যেগুলি অতি সহজেই ঘরের মধ্যে রাখা যায় ।

পাথরকুচি:-

পাথরকুচি একটা পরিচিত গাছ । এর ভেষজগুণ অনেক । একটি ছোট্ট টব এ লাগিয়ে রাখুন । খুব কম যত্নেই পাথরকুচি গাছ হয়ে থাকে । একটি ম্যাচিওর পাতা থেকেই এর গাছ হয়ে থাকে । ঘরের আর্দ্রতা দূর করে ঘরকে স্বাস্থ্য সম্মত রাখে এই গাছ । সাধারণ সার মিশ্রিত মাটিতেই পাথরকুচি হয়ে থাকে । মাঝে মাঝে টবের মাটি আঙ্গুল দিয়ে শক্ত করে দিলে পাতাগুলি সুন্দর ভাবে ছড়িয়ে যায় ।

স্পাইডার প্ল্যান্ট :-

স্পাইডার প্ল্যান্ট অর্কিডের বিশেষ প্রজাতি। গাছটি বেশি লম্বা হয় না এবং খুব দেখতে সুন্দর । ঘরের যে স্থানে  সরাসরি সূর্যের আলো পৌঁছোয় না এমন স্থানে এই প্ল্যান্ট রেখে দিন । ঘরে সবুজ পরিবেশ তৈরির পাশাপাশি শৌখিন মানুষের জন্য এই গাছ উপযুক্ত । চিকন লম্বা পাতা গুলিতে মাঝে মাঝে পানি স্প্রে করে দিন । কয়েকদিন পর পর খুবই অল্প পরিমাণ পানি দিন । ঘরের তাপমাত্রা শোষণ করে ঠান্ডা রাখে এই গাছ ।

ব্যাম্বু:-

ইনডোর ব্যাম্বু বা বাঁশ গাছ । এটি লাকি ব্যাম্বু নামেও পরিচিত ।একদিকে যেমন সুন্দর দেখতে , অন্যদিকে এই গাছ ঘরের বাতাসকে বিশুদ্ধ রাখে । অনেকগুলি প্রজাতির মধ্যে চাইনিজ ব্যাম্বু নামে পরিচিত গাছগুলি ছোট আকারের হয় । এরা খুব সহজেই কম পরিচর্যাতে ঘরে রাখা যায় । একটি কাঁচের পাত্রে সামান্য পানিতেই অনেকদিন রাখা যায় । এর থেকে অনেক সিস্টার প্লান্ট এর জন্ম হয় । তখন দেখতে ভীষণ সুন্দর লাগে ।

মানি প্ল্যান্ট :-

Lucky plant বলে পরিচিত এই গাছ খুবই পরিচিত । এর পরিচিতি air purifier হিসেবে । এর কয়েকটি প্রজাতি পাওয়া যায় । যে কোনো একটি প্রজাতি বেছে নিয়ে, উপযুক্ত পাত্র, মাটি নির্বাচন করে লাগিয়ে ফেলুন মানি প্ল্যান্ট । ঘরের টেবিলে, কর্নারে , ব্যালকনিতে , বা ঝুলন্ত অবস্থায় একে রাখা যায় । ঘরের ব্যাকটেরিয়া জীবাণু শোষণ করে , বাতাসে বিশুদ্ধ অক্সিজেন বাড়িয়ে দিয়ে স্বাস্থ্যের উন্নতি ঘটাতে এর জুড়ি নেই ।এলার্জি ও বায়ু দূষণের থেকে রক্ষা পেতে এই ইনডোর প্ল্যান্ট লাগান । দরজার দুপাশে , জানালার পাশে , ব্যালকনিতে ঘরের কর্নারে খুব সুন্দর লাগে এই গাছ । খুব সুন্দর ভাবে সাজাতে পারলে এই গাছ ঘরের রূপ বদলে দেয় । তবে এর পাতায় মাঝে মাঝে ছত্রাকের আক্রমণ দেখা যায় তখন আন্টি ফাঙ্গাল স্প্রে করতে হবে ।

স্নেক প্ল্যান্ট :-

এই প্ল্যান্ট অনেকটা তরবারির মত দেখতে । গাছটি কেনার সময় ডিপ সবুজ রং এর পাতা দেখে কিনতে হবে । গাছটির লম্বা পাতার জন্য এর একটি মজার ইংরেজি নাম আছে । সেটি হল – ‘ mother-in-law’s longue । পটিং মেশানো উপাদানে মাটি ছাড়াই একে লাগানো যায়। খুব বেশি পানির প্রয়োজন হয় না। ঘরের জলীয় বাষ্প শুষে নিয়ে ব্যাকটেরিয়া দূর করে বাতাসকে বিশুদ্ধ রাখতে এই স্নেক প্ল্যান্টের তুলনা নেই ।

আরও জানুন-
  • পটলের ভর্তা তৈরির পদ্ধতি
  • খুব সহজেই ঘরে তৈরি করুন মেয়োনিজ
  • সুস্বাদু ও মজাদার স্পিনাচ স্টাফড চিকেন বানানোর পদ্ধতি