ছবিঃ ফেইক আইল্যাস ক্লিন করার ২টি উপায়!.
2022-10-28 07:24:39
ফেইক আইল্যাস ক্লিন করার ২টি উপায়!
চোখের সাজকে আরো সুন্দরভাবে ফুটিয়ে তুলতে ফেইক আইল্যাস ছাড়া লুকটাই কমপ্লিট ই হয় না। কিন্তু ফেইক আইল্যাস আমরা পড়তে জানলেও অনেকেই তা সঠিক নিয়মে ক্লিন করতে জানিনা। যার ফলে পছন্দের আইল্যাসটি দুই একবার পড়ার পর আর পড়া হয় না। কারণ ফেইক আইল্যাস সঠিকভাবে ক্লিন করতে না জানলে এটি খুব সহজেই ছিঁড়ে যেতে পারে। আবার অন্যদিকে মাসকারা, ল্যাস গ্লু,এমনকি আই লাইনার এসব কিছুর মিশ্রণে ল্যাস থেকে গ্লু ক্লিন করা অনেকটাই অসাধ্য সাধনের মতো হয়। তবে, সঠিকভাবে ল্যাস ক্লিন করে রাখলে পছন্দের ল্যাসটি বহুবার ব্যাবহার করা যায়। চলুন আজকে আমরা ফেইক আইল্যাস ক্লিন করার ২টি কার্যকরী ট্রিকস সম্পর্কে জানিঃ
তাহলে চলুন জেনে নেই, ফেইক আইল্যাস ক্লিন করার ২টি সহজ ট্রিকস।
ট্রিকস নাম্বার- ১
যা যা উপকরন লাগবে
- কটন মেকআপ প্যাড
- নারকেল তেল
- টুইজার
- কটন বাড
ফেইক ল্যাসগুলোকে একটি কটন প্যাডের মধ্যে রাখি। তারপর একটি কটন বাড নিয়ে সেটিকে নারকেল তেল দ্বারা ভিজিয়ে নেই। একটি টুইজার দিয়ে ফেইক ল্যাসটিকে হালকাভাবে ধরি এবং হাল্কাভাবে কটন বাডটি দিয়ে ল্যাস গ্লু এর উপর ঘষতে থাকি যতক্ষণ পর্যন্ত গ্লু একেবারে আলগা হয়ে উঠে না আসে। তারপর গ্লু একেবারে উঠে আসলে ল্যাসের উপর চেপে চেপে বাকি তেলটুকু প্যাডের সাহায্যে শুষে নেই, আরও একটি কটন প্যাড নিয়ে। এরপর ক্লিন করা ল্যাস আবার আগের মত বক্সে রেখে দিন।
ট্রিকস নাম্বার- ২
যা যা উপকরন লাগবে
- টুইজার
- আই মেকআপ রিমুভার
- কটন মেকআপ প্যাড
আই মেকআপ রিমুভার তৈরি করার জন্য এমন কিছু উপকরন ব্যাবহার করা হয় যা খুব সহজেই লাইনার, কাজল এগুলোকে একেবারে সেইফভাবে ক্লিন করে থাকে। তাই আই মেকআপ রিমুভার ব্যাবহার করে খুব সহজেই আপনি ফেইক ল্যাশ থেকে গ্লু ক্লিন করে নিতে পারেন। দুটি কটন প্যাড নিয়ে সেগুলোকে আই মেকআপ রিমুভারে ভিজিয়ে নেই। এখন ফেইক ল্যাস গুলোকে দুটি কটন প্যাডের মাঝে রেখে দেই। এরকম করে মেকআপ রিমুভারে ভেজান কটন প্যাডের ভেতর ল্যাস গুলোকে কমপক্ষে ৩০ সেকেন্ড রেখে দেই। তারপর একটি টুইজারের সাহায্যে আস্তে আস্তে উঠিয়ে নেই ল্যাসগুলোকে। এরপর একটি কটন বাড মেকআপ রিমুভারে ভিজিয়ে নিয়ে তা দিয়ে অবশিষ্ট গ্লুকে ল্যাস থেকে মুছে নেই । তারপর ল্যাসের বক্সে ল্যাসগুলোকে রেখে দিন। এতে করে ফেইক ল্যাসের শেইপ ঠিক থাকবে।
ব্যাস, সিম্পল এই ধাপ গুলো ফলো করলেই ল্যাস হয়ে যাবে একেবারে নতুনের মত ক্লিন। ল্যাস সবসময় সঠিকভাবে ক্লিন করা উচিত। তা নাহলে জমে থাকা লাইনার, গ্লু, মাসকারা এগুল থেকে ব্যাকটেরিয়া জন্ম নিতে পারে, যা চোখের বিভিন্ন রকম ইনফেকশনের জন্ম হতে পারে।
আরও জানুন-
- মুখের ব্রণ ছোট বা কমাবেন কিভাবে?
- রুপচর্চায় হলুদের কার্যকারী ব্যবহার
- হাত-পায়ের কালচে দাগ দূর করুন সহজেই