ছবিঃ হাত-পায়ের কালচে দাগ দূর করুন সহজেই.
2022-10-28 04:43:29
হাত-পায়ের কালচে দাগ দূর করুন সহজেই
মুখ ও চুলের পরিচর্যা (Hair care) করতে আমরা এত বেশি ব্যস্ত থাকি যে হাত ও পায়ের দিকে নজরই দেওয়া হয় না। শীতের সময় পা ফেটে যায়, শুষ্ক হয়ে যায় বলে একটু-আধটু যদিও যত্ন নেওয়া হয়। গরম এলে বেমালুম ভুলে যায় হাত ও পায়ের কথা। কিন্তু হাত ও পায়ের সৌর্ন্দয্যও অনেক গুরুত্বপূর্ণ।
ভাবুনতো মুখটা দুধে আলতা অথচ হাত ও পা কেমন কালচে কালচে। তাহলে কেমন দেখাবে আপনাকে।সূর্যের ক্ষতিকর রশ্মি, দূষণ, রক্ত সঞ্চালনে সমস্যা, কেমিক্যাল ও শুষ্কতার কারণে পা অনেক দ্রুত কালচে হয়ে যায়।তাই কালচে দাগ দূর করতে ঘরোয়া উপায়েই নিয়মিত পায়ের যত্ন নিন।
লেবুর রস ও মধু
লেবুর রসের সাথে মধু(Honey) মিশিয়ে হাত ও পায়ে লাগালে রোদে পোড়া দাগ দূর হয়। সেক্ষেত্রে লেবুর রসের সাথে মধু নিয়ে ভালো করে মিক্সড করুন এরপর হাত ও পায়ে লাগিয়ে বিশেষ করে যেখানে কালো দাগ আছে সেখানে পুরু করে লাগান। তারপর আস্তে আস্তে মেসেজ করুন। কিছুক্ষণ রেখে হালকা গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। মধু না থাকলে লেবুর রসের(Lemon juice) সাথে হলুদও দিতে পারেন।
আলু
আলু ত্বকের রোদে পোড়া দাগ ও কালো দাগ দূর করতে কার্যকর ভূমিকা রাখে। প্রথমে ১ টেবিল চামচ আলু ও লেবুর রস একসঙ্গে মিশিয়ে নিন। ১৫ মিনিটের জন্য মিশ্রণটি হাত ও পায়ে লাগিয়ে রাখুন। এরপর ভালো করে ধুয়ে ফেলুন। সপ্তাহে ৪ দিন ব্যবহার করে দেখুন হাত–পায়ের কালো দাগ গায়েব।
অ্যালোভেরা জেল
অ্যালোভেরা জেল ত্বকের জন্য ময়েশ্চারাইজিংয়ের পাশাপাশি চমৎকার অ্যান্টি-ইনফ্লেমেটরি বৈশিষ্ট্যসম্পন্ন। অ্যালার্জি বা ফুসকুড়ির কারণে যদি আপনার হাতে-পায়ে কালো দাগ হয়, তাহলে জেল দিয়ে ম্যাসাজ করলে এই দাগগুলো দ্রুত উঠে যাবে।
আপেল সিডার ভিনেগার
আপেল সিডার ভিনেগার পায়ের ত্বকের কালচে ভাব দূর করার পাশাপাশি সংক্রমণজাতীয় সমস্যাও দূর করে। এর ভিটামিন ও মিনারেল পায়ের ত্বক উজ্জ্বল করে। ভিনেগারের সঙ্গে সমান পরিমাণে পানি মিশিয়ে পা ভিজিয়ে রাখুন। ১০ মিনিট পর হালকা ম্যাসাজ করে পা ধুয়ে ফেলুন। তবে ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না।
টক দই
প্রতিদিন গোসল করার আগে হাত ও পা টক দই দিয়ে ম্যাসাজ করুন। পাঁচ থেকে সাত মিনিট রেখে কুসুম গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন। টানা এক মাস করলে ধীরে ধীরে কালো ছোপ ছোপ দাগ দূর হবে। ভালো ফল পেতে দইয়ের সঙ্গে লেবুর রস মিশিয়ে নিন।