ছবিঃ পুরোনো প্লাস্টিককে বানিয়ে ফেলুন নতুনের মত.
2022-10-23 01:52:51
পুরোনো প্লাস্টিককে বানিয়ে ফেলুন নতুনের মত
ব্যবহুত প্লাস্টিক অনেক দিন ব্যবহার করলে তার উপর সাদা এক ধরনের ময়লার আস্তরন পরে। অনেকেই এমন আস্তরন পরা প্লাস্টিক ফেলে দিয়ে আবার নতুন করে কিনে ব্যবহার করে। প্লাস্টিকের উপর এমন ময়লা – সিমেন্ট, সাবান, ডিটারজেন্ট কিংবা পানির জন্য পরে থাকে। অনেক ক্ষেত্রে দেখা যায়, পানি দিয়ে পরিষ্কার করলে তা আগের মত দেখায়। আবার যখন পানি শুকিয়ে যায় তখন পূর্বের ন্যায় আবার সাদা সাদা ময়লার আস্তরন দৃশ্যমান হয়ে যায়।
প্রতিটি বাড়িতে অন্তত একটি প্লাস্টিকের আসবাবপত্র আছে ,প্লাস্টিকের তৈরি আনুষঙ্গিক জিনিস রয়েছে৷ এটি একটি চেয়ার বা একটি কলম স্ট্যান্ড হতে পারে, তবে আপনি আপনার বাড়িতে অন্তত একটি প্লাস্টিকের আইটেম পাবেন। প্লাস্টিক আসবাবপত্র অবশ্যই একটি ক্রমবর্ধমান প্রবণতা এবং অনেকের জন্য বেশ ফ্যাশনেবল হতে পারে। যদিও কিছু লোক দেখতে পারে যে প্লাস্টিকের শ্রেণী এবং পরিশীলিততার অভাব রয়েছে যা প্রচলিত কাঠের আসবাবপত্রের সাথে আসে, তবে প্লাস্টিক শেষ পর্যন্ত যে অসংখ্য সুবিধা এবং সুবিধা নিয়ে আসে তার জন্য এটি একটি ছোট মূল্য।
সংসারে ব্যবহুত – বালতি, মগ,জাগ, বল, খাবারের বক্স এমনকি প্লাস্টিকের তৈরী টেবিল, চেয়ারসহ প্রায় সকল নিত্য ব্যবহুত সরঞ্জাম যেগুলি প্লাস্টিকের তৈরী। দীর্ঘ দিন ব্যবহারের ফলে – এক সময় সাদা সাদা ময়লার আস্তরন পরে এবং দেখতে অনেকটা খারাপ হয়ে যায়।শিশুরা তাদের টিফিনের জন্য এমন কুৎসিত বক্স ব্যবহার করতে একদম ই নারাজ থাকে। অনেকেই আছেন যারা – এমন পরিস্থিতিতে ঐ সরঞ্জামগুলি আর ব্যবহার করতে চান না। এবং ফেলে দেন। ময়লার আস্তরন পরা সরঞ্জামগুলি খুব সহজে পরিষ্কার করে নতুনের মত করে পুনরায় ব্যবহার করা যায় খুব সহজে।
চলুন আজ জেনে নেই কিভাবে খুব সহজে এই পুরোনো প্লাস্টিককে আবার নতুনের মত পরিষ্কার করে ব্যবহার করা যায়।
উপকরনঃ
- লবন – ২ টেবিল চামচ
- ডিটারজেন্ট – ১ টেবিল চামচ
- পেস্ট – ১ টেবিল চামচ
- ভিনেগার – ২ টেবিল চামচ
- পানি – সামান্য পরিমান।
পদ্ধতিঃ
প্রথমে একটা বাটিতে ২ টেবিল চামচ লবন নিতে হবে। এরপর তাতে ১ টেবিল চামচ ডিটারজেন্ট মিশিয়ে নিতে হবে। ১ টেবিল চামচ পেস্ট এবং ২ টেবিল চামচ ভিনেগার উক্ত মিশ্রনটিতে মিশিয়ে সামান্য পানি দিয়ে ভাল ভাবে মিশিয়ে নিতে হবে।
এখন মিশরন্টিকে একটি ব্রাশ দিয়ে প্লাস্টিকের গায়ে ভালভাবে মেখে নেই।
১০ মিনিট পর প্লাস্টিকটি ভালভাবে পানি দিয়ে ধুয়ে ফেললে – পেয়ে যাবেন ঝকঝকে নতুনের মত প্লাস্টিক।
এখন থেকে আশা করছি আর কখনও পুরাতন এবং ময়লার কারনে কোন প্লাস্টিক আপনারা ফেলে দিবেন না। তার সাথে বেচে যাবে আপনাদের সংসারের কিছু খরচ। এমন অনেক সহজ এবং কার্যকরী টিপস পেতে আমাদের সাথে থাকুন এবং নিয়মিত ফলো করুন আমাদের এই ব্লগটি – Romoni24